বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজকের আবহাওয়া বৃষ্টি হবে কি না, আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বার্তার সর্বশেষ আপডেট।
চৈত্র মাস থেকেই শুরু হয়েছে দাবদাহ। বৈশাখে এসে রোদের তাপে জনজীবন হয়ে উঠেছে কাহিল। উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ। বৃষ্টির দেখা নেই বেশ কয়েকদিন। তাপমাত্রার পারদ উঠানামা করছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজকের (১৯ এপ্রিল ২০২৩) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা (ঈশ্বরদী ও চুয়াডাঙ্গা)
৪২.৮ ডিগ্রি সেলসিয়াস
আজকের সর্বনিম্ন তাপমাত্রা (টেকনাফ)
২২.৪ ডিগ্রি সেলসিয়াস
আজকের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা
২৮ ডিগ্রি সেলসিয়া্স
আজকের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা
৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস
ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, নওগাঁ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ এবং ঢাকা ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
আরএমএম/এসএনআর/এমএস