পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বছরে সাংবাদিকতায় অবদান রাখায় ৩ জন ক্যাম্পাস সাংবাদিককে সম্মননা সনদ দিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন পাবিপ্রবি প্রেসক্লাব। পাবিপ্রবি প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ সম্মাননা সনদ প্রদান করা হয়।
সোমবার (১৬ অক্টোবর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এই ৩ জন সাংবাদিকের হাতে সম্মাননা সনদ তুলে দেন পাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এস .এম. মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন।
বর্ষসেরা রিপোর্টার, বর্ষসেরা ফিচার রাইটার, বর্ষসেরা উদীয়মান সাংবাদিক এই তিন ক্যাটাগরিতে মনোনীত সাংবাদিক হলেন নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন (বর্তমানে কালের কণ্ঠ), খোলা কাগজের প্রতিনিধি নাজমুল ইসলাম এবং কালবেলার প্রতিনিধি জাহিদুল ইসলাম।
বর্ষসেরা সাংবাদিক সম্মাননা প্রদান সম্পর্কে সংগঠনটির আহবায়ক উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, সাংবাদিকতা মহৎ পেশা তথাপি এখানে নানা প্রতিকুলতা অতিক্রম করে কাজ করে যেতে হয়। ন্যায় ও সত্যের পথে থেকে নিরপেক্ষ সংবাদ উপস্থাপনে পাবিপ্রবির ক্যাম্পাস প্রতিনিধিদের আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ। ক্যাম্পাস সাংবাদিকতায় অগ্রণী ভুমিকা পালনে স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা সাংবাদিকদের অনুপ্রেরণা দিবে বলে বিশ্বাস করি।
বর্ষসেরা রিপোর্টারের পুরষ্কার পাওয়ার পর আবদুল্লাহ আল মামুন ক্যাম্পাসপাতাকে কে বলেন, কাজের স্বীকৃতি পেয়ে নিজের কাছে ভালো লাগছে। গত এক বছরে ঝুঁকি নিয়ে অনেকগুলো কাজ করেছি। আমি ক্যাম্পাসে প্রচলিত সাংবাদিকতার ধারার বাইরে গিয়ে কাজ করতে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সে জায়গাতে আমি কিছুটা হলেও সফল। এই স্বীকৃতি আমাকে আরো ভালো কিছু কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
নাজমুল ইসলাম বলেন, সৃজনশীল লেখালেখির ঝোঁক অনেক আগে থেকেই। তবে লেখার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। এই অর্জন ভবিষ্যতে আরো ভালো কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে।
জাহেদুল হাসান বলেন, যে কোনো প্রাপ্তিই আনন্দের! সাংবাদিকতা একটি মহান ও গর্বের পেশা, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতা করে বছর শেষে সেই কাজের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে এই সম্মাননা আমাকে আগামী দিনে আরো নির্ভীকভাবে সাংবাদিকতা চালিয়ে যাবার অনুপ্রেরণা যোগাবে
এর আগে নানান আয়োজনের মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বৃক্ষরোপণ, আনন্দর্যালি, কেককাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান করে পাবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা। এতে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাবিবুল্লাহ, প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল ইসলাম, সহকারী প্রক্টর ড. লোকমান হোসেন, ড. মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীরা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।