Campus Pata 24
ঢাকাSunday , 17 November 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলালিংক ও প্রিয়শপের যৌথ উদ্যোগে মুদি দোকানের জন্য নতুন সেবা

ডেস্ক রিপোর্ট
November 17, 2024 12:14 pm
Link Copied!

টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এবং দেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলালিংক গ্রাহকেরা প্রিয় শপের রিটেইলারদের কাছ থেকে এক্সক্লুসিভ সেবা পাবেন। মূলত বাংলালিংক এন্ড-ইউজাররা প্রিয়শপের রিটেইল নেটওয়ার্কের মুদি দোকানিদের কাছ থেকে সকল ধরনের ডিজিটাল পণ্য যেমন টপ-আপ, ইন্টারনেট প্যাকেজ, ফিজিক্যাল সিম, ই-সিম সংগ্রহ করতে পারবে।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের ক্লাস্টার ডিরেক্টর এমডি ফরহাদ হোসেন, আঞ্চলিক প্রধান মামুনুর রশিদ এবং প্রিয় শপের এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল্লাহ আল মাহমুদ, এস.ভি.পি আশিক আহমেদ, এস.এ.ভি.পি মো. এহাসানুজ্জামান, এ.ভি.পি মো. রফিকুল ইসলামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রিয়শপের এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল্লাহ আল মাহমুদ বলেন, “বাংলালিংক দেশের শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান; বাংলালিংকের সাথে যৌথ উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই চুক্তির মাধ্যমে রিটেইল ইকোসিস্টেমে বড় ধরনের পরিবর্তন আসবে। এর ফলে ডিজিটাল পণ্য বিক্রির মাধ্যমে মুদি দোকানিরা অতিরিক্ত অর্থ আয় করতে পারবে। এতে করে মুদি দোকানিদের স্বাবলম্বী হওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি বাংলালিংক ব্যবহারকারীরা তাদের হাতের কাছের মুদি দোকান থেকেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবে। বাংলালিংক ও প্রিয়শপ আগামীতে আরও অনেক ধরনের ডিজিটাল সেবা নিয়ে আসবে, যার মাধ্যমে মুদি দোকানিদের কেন্দ্র করে কাস্টমারদেরকে উন্নত সেবা প্রদান সম্ভব হবে”।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।