Campus Pata 24
ঢাকাTuesday , 19 November 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্রণ কমানোর সহজ উপায় জেনে নিন, কম বাজেটের টিপস

ডেস্ক রিপোর্ট
November 19, 2024 12:34 pm
Link Copied!

Ance Remedies: ব্রণর সমস্যায় ভোগা মানুষের সংখ্যা নেহাত্ কম নয়। পিম্পল, ব্রণ বা অ্যাকনে যে কোনও বয়সেই হতে পারে। বিশেষত বয়ঃসন্ধির সময়ে এই সমস্যা বেশি দেখা যায়। তবে এর পরেও অনেকে দীর্ঘ সময় ধরে তৈলাক্ত ত্বক, অ্যাকনের সমস্যায় ভুগতে থাকেন। অনেক চেষ্টা করেও সুরাহা পান না। 

ব্রণ কেন হয়?
মানুষের ত্বকের উপরের অংশে মৃত কোষ জমে। এছাড়াও পরিবেশের ধুলো, জীবাণু এসে ত্বকের উপরের স্তরে জমা হয়। ঘামের সঙ্গে খনিজও বের হয়। এগুলি এসে ত্বকের উপরের স্তরে জমা হতে থাকে। এর ফলে ত্বক তার স্বাভাবিক জেল্লা হারিয়ে ফেলে। এর পাশাপাশি এই মৃত কোষ, ধুলো, ময়লার কারণে লোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। 

এই কারণে ত্বকের সিবেসিয়াস গ্রন্থি থেকে বের হওয়া সিবাম(তেলের মতো) স্বাভাবিকভাবে বের হতে পারে না। লোমকূপের ওই অংশটি তাই ফুলে ওঠে। সেখানে অ্যাকনে ভালগারিস জীবাণুর হানাও হতে থাকে। সেই কারণে স্থানটি ফুলে ওঠে। এই কারণেই ব্রণ, অ্যাকনের মতো সমস্যা হয়।
আরও পড়ুন

কীভাবে সুরাহা পাবেন?
১. সবার আগে নজর দিন ত্বকের মৃত কোষ দূর করায়। Salicylic Acid আছে, এমন ফেসওয়াশ ব্যবহার করুন। ঘুম থেকে উঠে এবং রাতে বিছানায় যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এর ফলে ত্বকে জমে থাকে মৃত কোষ, ময়লা উঠে যাবে। স্যালিসাইলিক অ্যাসিড হালকা এক্সফোলিয়েন্টের কাজ করে। 

২. তৈলাক্ত ত্বক মানে ময়েশ্চরাইজার লাগবে না, এমনটা কিন্তু নয়। দুই বেলা মুখ ধুয়েই সঙ্গে সঙ্গে ময়েশ্চরাইজার ব্যবহার করুন। কোনও ওয়াটার, জেল বেসড ময়েশ্চরাইজারই শ্রেয়। ময়েশ্চরাইজার ব্যবহার না করলে উল্টে ত্বক আরও তৈলাক্ত হয়ে যাবে। 

৩. হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে অনেক সময়ে ত্বক বেশি তেল নিঃসরণ করে। ফলে সেই বিষয়ে নজর দিন। টেস্টোস্টেরণ বেশি ক্ষরণ হলে অনেক সময়ে ত্বক বেশি তৈলাক্ত হয়ে যায়। সেই কারণে ব্রণর সমস্যা থাকলে ওজন নিয়ে ব্যায়াম করা এড়িয়ে যান 

৪. খাওয়াদাওয়ায় নজর দিন। তেল মশলাদার খাবার সপ্তাহে একদিনের বেশি না খাওয়াই ভাল। একইভাবে চিনি. কার্বোহাইড্রেট এড়িয়ে চলুন। পাতে টাটকা শাক-সবজি, স্যালাড, ফল রাখুন।

৫. পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। 

সর্বোপরি, ব্রণর সমস্যা অত্যাধিক হলে অবশ্যই ত্বকের বিষেশজ্ঞ চিকিত্সকের পরামর্শ নিন। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।