Campus Pata 24
ঢাকাTuesday , 19 November 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ১৩ মামলার আসামি গ্রেফতার 

ডেস্ক রিপোর্ট
November 19, 2024 11:17 am
Link Copied!

ভোলার আলোচিত কুখ্যাত ডাকাত ও ১৩ মামলার আসামি আলতাফ হোসেন ওরফে আলতু মাতব্বরকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে ভোলাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ভোলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার আলতু ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মধ্য বাপ্তা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত আকরাম আলী ওরফে কালাই মাতব্বর এর ছেলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা জেলার কুখ্যাত জলদস্যু ও সন্ত্রাস আলতাফ হোসেন মাতব্বর ওরফে আলতু ডাকাতকে মঙ্গলবার ভোরে ভোলাগামী লঞ্চ এমভি ভোলা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
এরমধ্যে ভোলা সদর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও গুরুতর জখমসহ ৬টি, লক্ষীপুর সদর থানায় হত্যা, চুরি ও চাঁদাবাজিসহ ৩টি, লক্ষীপুরের রায়পুর থানায় চাঁদাবাজি ও গুরুতর জখম ২টি এবং বরিশালের হিজলা থানায় গুরুতর জখমসহ দ্রুত বিচার আইনে ২টি মামলা রয়েছে।
আলতু বাহিনীর সন্ত্রাসী হামলায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে ভোলার চরের অসংখ্য পরিবার। কোটি টাকার অধিক মূল্যের গবাদি পশু লুটপাটের পরও আন্তঃজেলার ডাকাত চক্রটি শতশত একর জমির পাকা ধান কেটে নিয়ে অসংখ্য নিরীহ পরিবারকে উৎখাত করার চূড়ান্ত নীল নকশা বাস্তবায়ন করেছে। অসহায় চরের বাসিন্দাদের চাঁদা না দেওয়ায় মারধর, গুরুতর জখম, নির্যাতন ও হুমকিসহ নানা ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। 
এসব জঘন্যতম অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাহিরে থেকে বহুদিন ধরে আলতু বাহিনী দেশের বিভিন্ন জায়গায় পলাতক থেকে তাদের সন্ত্রাসীমূলক কার্যক্রম চলমান রেখেছিল।
 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।