অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলসহ সব মহলে আলোচনা শুরু হয়।তবে এ বিষয়ে সুস্পষ্ট কোন বক্তব্য আসেনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। এ নিয়ে দেশের প্রায় সব রাজনৈতিক দলগুলো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে এবং তারা দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার তাগাদা দিচ্ছে। তবে জামায়াত বলছে ভিন্ন কথা। ইসলামী এ রাজনৈতিক দলটির দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা নিয়ে তেমন কোন মাথা ব্যাথা নেই। জামায়াত ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপিসহ অন্যান্যা রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচনের একটি সময় চান।
এসব রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারকদের দাবি, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা। এটি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। অন্যথায় দেশে বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।সব পরিস্থিতি স্থিতিশীল রাখতে হলে যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। একটি গণতান্ত্রিক দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার অতীব জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার কখনই একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ সামগ্রিক উন্নয়ন করতে পারবে বলে আমার মনে হয় না। কেননা এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারা অনেকে বিশ্বখ্যাত হলেও রাজনৈতিক ও দেশ পরিচালনার জন্য শতভাগ দক্ষ নয়।
দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর নেতারা যেহেতু শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের মধ্যে ছিলেন তাই তাদের নির্বাচনী প্রস্তুতি রয়েছে।এখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে তারা সিদ্ধান্ত নিতে পারবেন তারা একক নির্বাচন করবেন না, জোট বেঁধে নির্বাচন করবেন। এসব কারণেই হয়তো দ্রুত নির্বাচনী রোডম্যাপ চান বিএনপিসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো। এখন কথা হলো জামায়াত কেন দ্রুত নির্বাচনী রোডম্যাপ চান না। কারণ জামায়াত হয় তো মনে করেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে যতটুকু সংস্কার দরকার সেইটুকু করা সবার আগে জরুরি। এখানে নির্বাচনের দিনক্ষণ ঘোষণাটা গুরুত্বপূর্ণ নয়, দেশের সামগ্রিক পরিস্থিতিটা গুরুত্বপূর্ণ।
এছাড়াও যেনতেনভাবে একটি নির্বাচন কখনও সুফল বয়ে আনবে না। এছাড়াও জামায়াত আগামী নির্বাচন নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি যে, তারা একক নির্বাচন করবে, না জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে।আমার মনে হয় এসব কারণেই হয়তো জামায়াতের নির্বাচনী রোডম্যাপ নিয়ে তেমন কোন তাড়াহুড়ো নেই।
লেখক: মাসউদুর রহমান
লেখক ও সাংবাদিক।
(খোলা কলাম বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। বিডি২৪লাইভ ডট কম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)