Campus Pata 24
ঢাকাSaturday , 7 December 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অন্তরঙ্গ ভিডিও দিয়ে প্রেমিকার কাছেই সাড়ে ৩ কোটি টাকা আদায়

Link Copied!

প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুধু টাকাই নয়, বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি ও জুয়েলারি প্রেমিকার কাছ থেকে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা ভারতের বেঙ্গালুরুতে। খবর এনডিটিভির। 
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত যুবকের নাম মোহন কুমার এবং ভুক্তভোগী তরুণীর বর্তমান বয়স ২০ বছর। তাদের প্রথম দেখা হয় বোর্ডিং স্কুলে। ভাল বন্ধুত্ব ছিল দুইজনের মধ্যে কিন্তু তাদের মধ্যে তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তবে কয়েক বছর পর তাদের দেখা হয় এবং সম্পর্কে জড়িয়ে পড়েন দুইজনে। 
এনডিটিভি বলছে, মোহন ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। সেখানেই দুইজনের অন্তরঙ্গ ভিডিও রেকর্ড করে মোহন। এমন কিছু ভিডিও করে মোহন যেগুলোতে নিজের চেহারা বোঝা যেতো না। এরপর এসব ভিডিও দিয়ে  প্রেমিকাকে ব্লাকমেইল করা শুরু করে। 
মোহন হুমকি দেয়, তাকে বিশাল অংকের টাকা না দিলে ভিডিও নেটে ছেড়ে দিবে। একপ্রকার বাধ্য হয়েই গোপনে দাদীর অ্যাকাউন্ট থেকে এক কোটি ২৫ লাখ রুপি মোহনকে পাঠায় ভুক্তভোগী তরুণী।
এরপরেও থেমে ছিল না মোহন। তার হুমকিতে পরবর্তীতে বিভিন্ন সময়ে মোহনকে আরও এক কোটি ৩২ লাখ রুপি ক্যাশ দেয় ভুক্তভোগী। এতেও মোহনের ব্লাকমেইল বন্ধ ছিল না।
মোহনের হুমকিতে দামি ঘড়ি, জুয়েলারি এবং একটি বিলাসবহুল গাড়ি কিনে দেয় ভুক্তভোগী। এতকিছুর পরেও মোহন যখন থামছিল না তখন ভুক্তভোগী সাহস করেই পুলিশের দ্বারস্থ হয় এবং প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। 
পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, ইতোমধ্যে মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানাদ বলেছেন, এটি পরিকল্পিত অপরাধ। মোহনের কাছ থেকে ইতোমধ্যে ৮০ লাখ রুপি উদ্ধার করা হয়েছে। 



রার/সা.এ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।