Campus Pata 24
ঢাকাSunday , 8 December 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অপু, বুবলী প্রসঙ্গে মুখ খুললেন পরীমণি

Link Copied!

বছরের শুরুতে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে ভার্চুয়াল যুদ্ধের মুখোমুখি হয়েছিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ঘটনার দীর্ঘ নয় মাস পর এক সাক্ষাৎকারে সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছেলের জন্মদিন কপি করা নিয়ে তর্কে জড়ান পরী ও বুবলী। বুবলীর ছেলের জন্মদিনের ভিডিও দেখে পরী দাবি করেন যে, তার ছেলের জন্মদিনের থিম নকল করেছে বুবলী। এ প্রসঙ্গ নিয়ে বুবলী ও পরী ফেসবুকে একে অন্যকে দিতে শুরু করেন পাল্টাপাল্টি জবাব। এ সমস্যা আরও জটিল হয়ে পড়ে যখন বুবলীর বড় বোনও পরীর উদ্দেশে ফেসবুক পোস্ট দিতে শুরু করেন।
সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এ বিষয়টি নিয়ে পরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’
পরী আরও বলেন,  ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’
বুবলীর সঙ্গে ফেসবুকে তর্কে জড়াতে ইন্ধন জুগিয়েছেন অপু। এমনটা অনেক নেটিজেনই মনে করেন। এ বিষয়টা নিয়ে পরীকে কিছু বলতে বললে তিনি বলেন, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।’
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে  অপু ও তার ছেলে এবং পরী ও তার ছেলে প্রায়ই একসঙ্গে সুন্দর সময় কাটান। তবে পরী ও তার ছেলেকে সেভাবে বুবলী ও তার ছেলের সঙ্গে কখনও ব্যক্তিগত সময় কাটাতে দেখা যায়নি।



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।