কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বদলিতে আগ্রহীরা বৃহস্পতিবার থেকে নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ জানানো হলো।
অনলাইনে আবেদনের জন্য বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত পৃষ্ঠায় বর্ণিত ব্যবহার নির্দেশিকার ধাপগুলো অনুসরণ করতে হবে। বিষয়টি অতীব জরুরি বলেও জানিয়েছে অধিদপ্তর।
তদবিরে ‘সতর্কতা’কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলির তদবিরসহ নানা কারণে মহাপরিচালকের সঙ্গে দেখা করার জন্য অনাকাঙ্ক্ষিত যাতায়াতে সতর্কতা জারি করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, তদবিরের কারণে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। এ ধরনের কার্যকলাপ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর পরিপন্থি। সতর্কতা জারির পরও কেউ যদি তদবিরের জন্য চেষ্টা করেন, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএএইচ/এমএএইচ/