Campus Pata 24
ঢাকাMonday , 9 December 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কারিগরির শিক্ষক বদলি আবেদন শুরু বৃহস্পতিবার, তদবিরে ‘সতর্কতা’

Link Copied!

 
কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বদলিতে আগ্রহীরা বৃহস্পতিবার থেকে নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ জানানো হলো।

অনলাইনে আবেদনের জন্য বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত পৃষ্ঠায় বর্ণিত ব্যবহার নির্দেশিকার ধাপগুলো অনুসরণ করতে হবে। বিষয়টি অতীব জরুরি বলেও জানিয়েছে অধিদপ্তর।

তদবিরে ‘সতর্কতা’কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলির তদবিরসহ নানা কারণে মহাপরিচালকের সঙ্গে দেখা করার জন্য অনাকাঙ্ক্ষিত যাতায়াতে সতর্কতা জারি করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, তদবিরের কারণে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। এ ধরনের কার্যকলাপ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর পরিপন্থি। সতর্কতা জারির পরও কেউ যদি তদবিরের জন্য চেষ্টা করেন, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএএইচ/এমএএইচ/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।