Campus Pata 24
ঢাকাMonday , 9 December 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হুমকি ও চাপে শিক্ষক সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা জবি নীলদলের

Link Copied!

জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস) নির্বাচন ২০২৫ বর্জনের ঘোষনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষকবৃন্দের সংগঠন নীলদল। এই বিষয়ে জবি শিক্ষক সমিতি নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম বরাবর লিখিত আবেদন করে জবি নীলদল। নীলদলের পক্ষ থেকে জানানো হয়, ২০১২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটি পেশাগত সংগঠন হিসেবে প্রতিবছর গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শি ক্ষকদের সম্মান-মর্যাদা বৃদ্ধি, শিক্ষার সামগ্রীক মানোন্নয়নে শিক্ষক দের প্রতিনিধি হিসেবে অত্যন্তদৃঢ় ও গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে আসছে। । তবে এবারের নির্বাচনী প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত হুমকি ও চাপে বাধার সম্মুখীন হওয়ায়, তারা নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন। গত ৮ ডিসেম্বর মনোনয়ন ফরম উত্তোলনের সময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু শিক্ষার্থী নির্বাচন কমিশনে চিঠি দিয়ে নীলদলের শিক্ষকদের মনোনয়ন ফরম প্রদান বন্ধ করতে হুমকি দেয়। এছাড়াও, দশজন শিক্ষক লিখিতভাবে দাবি করেন, নীলদলের শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য। নীলদল এই ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত এবং নিন্দনীয় বলে উল্লেখ করেছে। তাদের দাবি, এসব চাপ ও হুমকি শিক্ষকদের মধ্যে ক্ষোভ, হতাশা এবং ভীতির সৃষ্টি করেছে। নীলদলের শিক্ষকেরা জানান, এই অগণতান্ত্রিক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে, তারা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে নিজেদের সম্মান ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় এই পদক্ষেপ নিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে নীলদল মনে করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।