Campus Pata 24
ঢাকাThursday , 12 December 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট পরীক্ষার ফল ২৭ ফেব্রুয়ারির মধ্যে, ফরম পূরণ শুরু ২ মার্চ

Link Copied!

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরুর দিনক্ষণ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের দ্বাদশের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শেষ করে ফল প্রকাশের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

বোর্ডের ঘোষণা অনুযায়ী- নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশ করতে হবে ২৭ ফেব্রুয়ারির মধ্যে। এরপর ২ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হবে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে, ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ২ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।

এএএইচ/এমআরএম/এমএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।