জনপ্রতিনিধিদের কাছে সাধারণ মানুষ অনেকের কাছেই নিরাপদ নয়, কিন্তু একজন শিক্ষকের কাছে সাধারণ মানুষ নিরাপদ। সুতরাং এ থেকে বোঝা যায় প্রতিটি শিক্ষকের অনেক দায়িত্ব ও কর্তব্যবোধ রয়েছে। যখন একজন শিক্ষক সম্মাননা পায় এবং তার কাজের স্বীকৃতি পায় তখন এই জনপদের মানুষকে সু-শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধ আরও বেড়ে যায়। শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।
শনিবার (২৭ মে) গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে গ্রিনভিউ গলফ রিসোর্টে অনুষ্ঠিত উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর ৩ আসনের সাংসদ ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, শিক্ষকরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমি চাই রাজনৈতিক ক্ষমতার বলয় দিয়ে, রাজনৈতিক ক্ষমতার পেশী শক্তি দিয়ে আমার কোন সম্মানীত শিক্ষকদেরকে যেন সম্মানহানি না করা হয়।
এসময় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করে উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা পরিবার অনুষ্ঠানটির আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সামসুল আলম প্রধান, জেলা শিক্ষা কর্মকর্তা শায়লা খানম, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুণ অর রশিদ ফরিদ, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন প্রমুখ।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- শিক্ষক-কর্মচারী মিলন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূরুল আমীন, সদস্য সচিব মো. আজহার হোসেন তালুকদার।
দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণকারী পুরুষদের পরনে ছিল সাদা পায়জাম-পাঞ্জাবি, নারীদের গোলাপি শাড়ি ও বোরকা। মেলাস্থল সেজে ছিল বর্ণিল সাজে। এর আগে কখনো এভাবে শিক্ষক মেলা অনুষ্ঠিত হয়নি। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও বিভিন্ন ধর্ম গ্রন্থপাঠ ও করা হয়। বক্তব্য, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মধ্যাহ্নভোজ, বিকেলের নাস্তা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যানুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।