বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন)’কে কেন্দ্র করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। এমন কর্মসূচিতে গোটা বিশ্ববিদ্যালয় একাত্মতা প্রকাশ করেছে বলে জানায় সংগঠনটি।
সোমবার (৫ জুন) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করেন।
এ সময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, আইন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাজাহান মন্ডল, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আজকে আমরা ৫০টির মতো গাছ লাগিয়েছি। এখন গরমকাল, তাই গাছ বাঁচিয়ে রাখার একটা সংশয় রয়েছে। সামনের বর্ষার মৌসুম থেকে আমরা এই কর্মসূচি অব্যহত রাখবো।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজকের যে কর্মসূচি নেওয়া হয়েছে সেটি বছরব্যাপী অব্যাহত থাকবে।