ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাজীপুর জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের (২০২৩-২৪) অর্থবছরর নতুন কমিটি গঠন ও নীবনবরণ এবং প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (৩০ জুলাই) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অনুষদ ভবনের দ্বিতীয় তলায় এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীনদের ফুল ও উপহার দিয়ে বরণ এবং প্রবীণদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা করা হয়।
এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইলিয়াস সৈকতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজগর হোসেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মো. ইয়ামিন মাসুম।
এসময় অধ্যাপক ড. মোহাম্মদ আজগর হোসেন নতুন কমিটির সভাপতি পদে গণিত বিভাগের (২০১৬-১৭) শিক্ষার্থী সালাহ উদ্দিন মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ২০১৯-২০ শিক্ষার্থী হামীম প্রধান-কে আগামী এক বছরের জন্য দায়িত্ব অর্পিত করেন।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে হাসান শাহরিয়ার, আল-আমিন, নুর বায়েজিদ, আহসান হাবিব রিহাদ, মো: মুস্তাকিম মুসল্লী পিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: মেহেদী হাসান সিকদার, হামিদা আকন্দ, সাংগঠনিক সম্পাদক পদে ফুয়াদ হাসান ফাহিম, আশরাফুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ পদে রেদওয়ানুল আলম, দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম দীপ্ত, সহ-দপ্তর সম্পাদক পদে কবির হাসান, প্রচার সম্পাদক পদে আশিকুর রহমান মৃধ্যা, সহ-প্রচার সম্পাদক পদে মাসুদা জাহান, নারী বিষয়ক সম্পাদক পদে হাফসা মেহেদীন শ্রাবণী, সহ-নারী বিষয়ক সম্পাদক পদে শামসুন নাহার সুমী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নাফিজ রহমান সায়েম সহ- তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে পূজা রানী দত্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে রাহাদুল ইসলাম শিপন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক পদে জেসমিন জিয়াত জ্যোতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক ফেরদৌস ইমন, সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শারমিন আক্তার লিমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ দায়িত্ব পান। এবং কার্য নির্বাহী সদস্য হিসেবে ইউসুফ, তাসমিমা কলি, মাসুদা রহমান রনি, রাইসাতুল জান্নাত, স্বপ্না চৌধুরী যুক্ত হয়।