সাব্বির আহমেদঃ জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বায়োটেকনোলজি বিভাগের আয়োজনে ‘বায়োটেক ডে-২৩’ উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বায়োটেকনোলজি বিভাগের প্রধান শাহানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস.এম. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া, বায়ো এন্ড হেলথ সাইন্স ফ্যাকাল্টির ডীন ড. মোঃ শাহজাহান। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়োটেকনোলজি বিভাগের লেকচারার সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিচারকদের রায়ের ভিত্তিতে বেস্ট পোস্টার হিসাবে পুরষ্কার পেয়েছেন মোঃ আব্দুল্লাহ আল নোমান, রানার্স আপের পুরষ্কার পেয়েছেন মেহেদী হাসান। এছাড়াও দর্শকদের ভোটে পিপলস চয়েজ এওয়ার্ড পেয়েছে মোঃ তৌফিক হাসান।
দুপুরের মধ্যাহ্ন ভোজের পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার এবং সার্টিফিকেট তুলে দেন।