ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফটোগ্রাফিক সোসাইটি এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের যৌথ উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগিতায় ‘কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং’ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ১৩৪ নং কক্ষে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিয়া হোসাইনের সঞ্চালনায় এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদাত হোসেন আজাদ, আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, ইবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি নাছির উদ্দিন আবির, সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, মাইনুল, সাংগঠনিক সম্পাদক গালিব, দপ্তর সম্পাদক নাইম, কোষাধ্যক্ষ শামিম, সহকারী কোষাধ্যক্ষ রেজুয়ান, প্ল্যানিং এন্ড এক্সিবিশন সেক্রেটারি ইমন, শাওয়ানা, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোতালেব বিশ্বাস, বনি আমিন, এডভারটাইজিং সেক্রেটারি মাহবুবুর সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উক্ত কর্মশালায় ড. আব্দুল কাবিল খান বলেন, ‘যে স্টোরি নিয়ে সমাজে কেউ কথা বলেনা সেটাই স্টোরি। তৃণমূল মানুষদের বিভিন্ন অজানা বিষয় নিয়ে স্টোরি হতে পারে। তবে স্টোরি নির্বাচন করার ক্ষেত্রে সমসাময়িক চাহিদাসম্পন্ন বিষয়কে নির্বাচন করতে হবে। এছাড়াও তিনি বিভিন্ন ব্যবহারিক বিষয় যেমন ক্যামেরা সেটিংস, স্টোরির কোয়ালিটি, এফপিএস (ফ্রেম পার সেকেন্ড), ভিডিওর উপযুক্ত ফ্রেম ব্যবহার সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
শরীয় দৃষ্টিকোণ থেকে ড. মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘মানবতার জন্য কাজ করা জায়েজ, প্রয়োজনে বাধ্যতামূলক এবং ওয়াজিবও হতে পারে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা অবৈধ। কাজটি শরীয় দৃষ্টিকোণ থেকে বৈধ হতে হলে তথ্যে সত্যতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতার প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে। অপলেখ ও মানহানিকর লেখা থেকে বিরত থাকতে হবে৷ তাছাড়া কপিরাইট ও অনলাইন প্লাটফর্মে সতর্ক হতে হবে।
ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি নাছির উদ্দীন বলেন, “ডিজিটাল স্টোরি টেলিংয়ের আধুনিক রূপ হচ্ছে মোবাইল জার্নালিজম। ব্যাবহারিক দিকের মধ্যে কপি রাইট, চ্যাটজিটিপি, এ.আই টেকনোলজি ব্যবহার, রোবটিক্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হচ্ছে। মোবাইল জার্নালিজম যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তবে তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা ব্যহত করতে পারে ।”