Campus Pata 24
ঢাকাWednesday , 29 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ক্যাম্পাস
 5. খেলাধুলা
 6. চাকরির খবর
 7. জাতীয়
 8. তথ্যপ্রযুক্তি
 9. বিনোদন
 10. ভ্রমণ
 11. মতামত
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. শিক্ষা জগৎ
 15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি অধ্যাপক ড. দিলীপ কুমার ভট্টাচার্য্যের স্মরণসভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
November 29, 2023 1:09 pm
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের প্রয়াত অধ্যাপক ড. দিলীপ কুমার ভট্টাচার্য্যের মৃত্যুদিবস উপলক্ষ্যে এক স্মরণসভা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. দিলীপ কুমার ভট্টাচার্য্য গবেষণা কেন্দ্র এই স্মরণসভার আয়োজন করে।
কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃত বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ময়না তালুকদার এবং বিভাগের অনারারি অধ্যাপক ড. দুলাল কান্তি ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালন করেন সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্চিতা গুহ।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অধ্যাপক ড. দিলীপ কুমার ভট্টাচার্য্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, যুগে যুগে কিছু মানুষ মানবজাতি ও সভ্যতার উন্নয়নের জন্য পদচিহ্ন রেখে যান। অধ্যাপক ড. দিলীপ কুমার ভট্টাচার্য্য তাঁদেরই একজন। মানবতাবাদি, উদার, দানবীর ও গুণী এই শিক্ষকের কর্মময় জীবন সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে।
অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য্যের অসাম্প্রদায়িক, মানবিক, কল্যাণমুখী ও শিক্ষার্থীবান্ধব আদর্শ ধারণ করে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার জন্য উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।