পবিত্র রমজান মাসেও আল-আকসা মসজিদে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের ওপর চলছে দমনপীড়ন। গ্রেফতার করা হয়েছে শতাধিক। এ ঘটনার নিন্দা জানিয়ে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড একদিকে যেমন বেআইনি, অবমাননাকর তেমনি চরমভাবে ফিলিস্তিনিদের মানবাধিকার এবং ইসলামের তৃতীয় বড় স্থানের পবিত্রতা লঙ্ঘন।
আরও পড়ুন> আল আকসায় ফের ইসরায়েলি বাহিনীর তাণ্ডব
মূলত আল-আকসা মসজিদ কমপ্লেক্সে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদে ইবাদত করতে আসা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর তারা স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী মুসল্লিদের আল-আকসা থেকে জোরপূর্বক বের করে দিচ্ছে।
এদিকে মসজিদ কমপ্লেক্সে সহিংসতা নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আরব আমিরাত ও চীনের উদ্যোগে হবে এই রুদ্ধদ্বার বৈঠক।
আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের পর অবরুদ্ধ পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।
নাবলুসে ইসরায়েলি বাহিনীর ছোড়া বিষাক্ত গ্যাসে অন্তত ১২ ফিলিস্তিনি আহত হয়েছেন। হেবরনের উত্তর সিটি সংলগ্ন বাইত উমরেও হামলার ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাসের ফলে বাইত উমরে বহু ফিলিস্তিনি শ্বাসকষ্টে ভুগছেন। সংঘর্ষ হয়েছে জেনিন এবং বেথেলহেমেও।
এমএসএম