Campus Pata 24
ঢাকাFriday , 19 January 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ক্যাম্পাস
 5. খেলাধুলা
 6. চাকরির খবর
 7. জাতীয়
 8. তথ্যপ্রযুক্তি
 9. বিনোদন
 10. ভ্রমণ
 11. মতামত
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. শিক্ষা জগৎ
 15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দোকানদারকে মারধর, ঢাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে এক দোকানদারকে মেরে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই ছাত্রলীগ নেতা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহিদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ। 
গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে আসাদুজ্জামান ফরিদকে (যুগ্ম-সাধারণ সম্পাদক, শহিদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
ছাত্রলীগের নেতাকর্মী সূত্রে জানা যায়, গত বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে ভ্রাম্যমাণ এক দোকানদারের পক্ষ নিয়ে আরেক দোকানদারকে বেধরক মারধর করেন ছাত্রলীগের এই নেতা। পরে ওই দোকানদার বিষয়টি ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতাদের জানালে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।