Campus Pata 24
ঢাকাMonday , 10 April 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন পিছিয়ে দিলে প্রতিশোধ নেওয়ার হুমকি ইমরান খানের

Link Copied!

পাঞ্জাবে সঠিক সময়ে নির্বাচন না দিলে বর্তমান জোট সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট পাঞ্জাবে নির্বাচন দেওয়ার আদেশ দিয়েছেন।

এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, এখন পুরো জাতি আনন্দিত ও প্রস্তুত। আমরা যদি নির্বাচনের পক্ষে না দাঁড়াই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

দেশটির সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ সর্বসম্মতভাবে পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ায় নির্বাচন বিলম্বিত করার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) পদক্ষেপকে অসাংবিধানিক ঘোষণা করেছে।

তাছাড়া তিন সদস্যের এই বেঞ্চটি আদেশ দিয়েছে আগামী ১৪ মে পাঞ্জাবে নির্বাচন দিতে হবে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল।

এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফেডারেল মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে রায় প্রত্যাখ্যান করেছে এবং রায়ের বিরুদ্ধে সংসদে একটি প্রস্তাব পেশ করতে প্রস্তুত রয়েছে।

ইমরান খানের দাবি, বর্তমান জোট সরকার নির্বাচন দিতে ভয় পায়। কারণ তদের পরাজয় নিশ্চিত।

এমএসএম

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।