Campus Pata 24
ঢাকাTuesday , 30 January 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ক্যাম্পাস
 5. খেলাধুলা
 6. চাকরির খবর
 7. জাতীয়
 8. তথ্যপ্রযুক্তি
 9. বিনোদন
 10. ভ্রমণ
 11. মতামত
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. শিক্ষা জগৎ
 15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে বিএনপির কালো পতাকা মিছিল

Link Copied!

অবৈধ ‘ডামি’ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিল করেছে সরিষাবাড়ী উপজেলা বিএনপি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীমএর নির্দেশনায় কালো পতাকা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে। 
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও মহাদান ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আঃ আওয়াল, উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, সদস্য খায়রুল আলম শ্যামল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ ম্যাম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এবিএম ছাইদুল হাসান শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব রুবেল মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক সবুজ সরকার প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপিও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান কর্মসূচিতে অংশনেন।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।