Campus Pata 24
ঢাকাSaturday , 3 February 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ক্যাম্পাস
 5. খেলাধুলা
 6. চাকরির খবর
 7. জাতীয়
 8. তথ্যপ্রযুক্তি
 9. বিনোদন
 10. ভ্রমণ
 11. মতামত
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. শিক্ষা জগৎ
 15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পুনম পান্ডে কী সত্যিই মারা গেছেন, না বেঁচে আছেন?

Link Copied!

শুক্রবার সকালেই বলিউডে শোকের খবর। জরায়ু মুখের ক্যান্সারে মাত্র ৩২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী পুনম পান্ডে। প্রাপ্ত বয়স্ক সিনেমার এই নায়িকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয় তার মৃত্যুর খবর। 
যেখানে বলা হয়, পুনম জরায়ুর ক্যান্সারে মারা গেছেন। কিছুদিন আগে শেষ পর্যায়ে এসে ক্যান্সারের কথা জানতে পারেন এই অভিনেত্রী। 
তবে তার মৃত্যু নিয়ে নতুন বিষয়ে পরিবার বা বোনের পক্ষ থেকে এখনো কোনও নিশ্চিত বার্তা আসেনি। এদিকে পুনমের ম্যানেজারের দাবি, তার বোন ফোন করে এই খবর দিয়েছেন। ম্যানেজার পারুল এ বিষয়ে পুনমের পরিবারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলে তারা কেউ ফোন ধরেননি। স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র বলছে, পারুল সকালে পুনমের বোনের কাছ থেকে ফোন পেয়েছিলেন। তিনি বলেছিলেন, পুনম আর পৃথিবীতে নেই। এছাড়াও, গোপনীয়তা বজায় রাখার জন্য ভক্ত এবং প্রিয়জনদের কাছে একটি আবেদন করা হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে।
সূত্রটি পুনম পান্ডের বোনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সূত্র জানায়, সকালে পুনম পান্ডের বোনের সঙ্গে কথা হয়। তিনিই মৃত্যুর খবর জানিয়েছিলেন। তারপর থেকে তার ফোন বন্ধ। শুধু তাই নয়, পুনমের পরিবারের বাকি সদস্যরাও নিখোঁজ রয়েছে। পুনমের দলের ২-৩ জনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে সবার ফোন বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত, মৃত্যুর কদিন আগেও পুনম একটি পার্টিতে যান। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খুব বড় খবর দেব আপনাদের। আসলে আমার চমক দিতে ভাল লাগে। আর যখন সবাই ভাবে এই মেয়ে এবার শুধরে গেছে, তখনও চমকে দেওয়ার মজাই আলাদা।’
পুনমের এমন রহস্যময় বার্তা মজা ছিল নাকি সত্যি সত্যিই, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে পুনমের অনুরাগীরা এখনও আশা করেছেন, হয়ত বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকাল থেকে যা ঘটেছে, এটাও অভিনেত্রীর প্রচারে থাকারই কৌশল! শিগগির তিনি নাটক বন্ধ করবেন, ফিরে আসবেন বাস্তব জগতে।রার/সা.এ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।