Campus Pata 24
ঢাকাSunday , 25 February 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ক্যাম্পাস
 5. খেলাধুলা
 6. চাকরির খবর
 7. জাতীয়
 8. তথ্যপ্রযুক্তি
 9. বিনোদন
 10. ভ্রমণ
 11. মতামত
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. শিক্ষা জগৎ
 15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী বইমেলা শুরু

ইবি প্রতিনিধি
February 25, 2024 4:11 pm
Link Copied!

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩দিনব্যাপী ‘বইমেলা, ক্লাব ফেস্টিভাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। দুপুর একটার দিকে সাদা‌ পায়রা উড়িয়ে বইমেলা ও ক্লাব ফেস্টিভাল উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় মেলা পরিদর্শনে তার সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো: আমজাদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ।

আয়োজক সূত্রে জানা যায়, ঐক্যমঞ্চের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ প্রাঙ্গণে মোট ২২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ বছর মুজিববর্ষ বইমেলা ও ক্লাব ফেস্টিভাল অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় স্টল সংখ্যা মোট ২০টি।

এ বিষয়ে সংগঠনটির সদস্য সচিব এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেছে, শিক্ষার্থীদের মাঝে বই পাঠের অভ্যাসকে ছড়িয়ে দিতে এবং বাঙালি সংস্কৃতি চর্চার জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে আমরা এই আয়োজন করেছি। আশা করি সকলের অংশগ্রহণের মাধ্যমে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।