Campus Pata 24
ঢাকাSaturday , 2 March 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ক্যাম্পাস
 5. খেলাধুলা
 6. চাকরির খবর
 7. জাতীয়
 8. তথ্যপ্রযুক্তি
 9. বিনোদন
 10. ভ্রমণ
 11. মতামত
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. শিক্ষা জগৎ
 15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমার বাবা ১টি ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা চেয়েছেন: তিশা

Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহম্মেদ ও সিনথিয়া ইসলাম তিশা তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও হয়রানি প্রসঙ্গে এক সংবাদ সম্মেলন করেছে। 
আজ শনিবার (২ মার্চ) বিকেলে সেই সংবাদ সম্মেলনে তিশা দাবি করেছেন, তারা বাবা খন্দকার মুশতাকের সঙ্গে বিয়ের পর তাদের কাছ থেকে একটি ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা চেয়েছেন। 
তিশা বলেন, ‘আমার বাবা আমাদের বিয়ের পর এক ফুপার মাধ্যমে যোগাযোগ করে ১টি ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা দাবি করেছিল। বিষয়টি আমি এতদিন বলিনি। কারণ আমি চাইনি, আমার পারিবারিক সম্মান ক্ষুন্ন হোক। কিন্তু এখন এসব বলতে হচ্ছে। আমাদের কাছে এর প্রমাণও রয়েছে।’
সিনথিয়া ইসলাম তিশা বলেন, ‘আমার বাবা বলেছেন, আমাকে ব্লাকমেইল করা হচ্ছে। জিন্মি করে রাখা হয়েছে। এই কথাটা মিথ্যা। আমি নিজের ইচ্ছায় খন্দকার মুশতাককে বিয়ে করেছি। আমি প্রাপ্তবয়স্ক, আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করতে পারি। আমাকে কেউ জোর করেনি।’
সংবাদ সম্মেলনে বাবার দিকে আঙুল তুলে তিশা আরও বলেন, ‘সে আমাদের হয়রানি করতে চাচ্ছে। কখনো সে কান্না করছে, কখনো মানুষের সমাবেদনা পাইতে চাইছে। তার এসব আচারণ আমাকে মানসিকভাবে অসুস্থ করে ফেলেছে। মিডিয়াতে এসে সে কীভাবে বলে, আমার মেয়ের নগ্ন ছবি ধারণ করেছে? এসব আমার বুঝে আসে না।’
এর আগে বিভিন্ন সময় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিশার বাবা মোশতাকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেসব অভিযোগের বিরুদ্ধেই আজ সংবাদ সম্মেলন করেন মুশতাক-তিশা। যেখানে তাদের নিজেদের নির্দোষ দাবি করেন এই দম্পতি। সেইসঙ্গে তাদেরকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।রার/সা.এ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।