Campus Pata 24
ঢাকাTuesday , 5 March 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ক্যাম্পাস
 5. খেলাধুলা
 6. চাকরির খবর
 7. জাতীয়
 8. তথ্যপ্রযুক্তি
 9. বিনোদন
 10. ভ্রমণ
 11. মতামত
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. শিক্ষা জগৎ
 15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি উপাচার্যের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Link Copied!

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. গাব্রিয়েল সিসতিয়াগা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৫ মার্চ) ঢাবি উপাচার্য কার্যালয়ে ওই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি আরো গতিশীল করার ব্যাপারে আলোচনা করেন। 
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে চলমান স্প্যানিশ ভাষা শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক মেলা আয়োজনের বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, ছাত্র- ছাত্রী বিনিময় এবং শিক্ষার্থী উদ্বুদ্ধকরণ কর্মসূচিসহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে আরও সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় স্পেনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান ঢাবি উপাচার্য।
এসময় অন্যান্যদের মধ্যে ওই সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, আধুনিক ভাষা ইনস্টিটিউটের স্প্যানিশ ভাষা প্রোগ্রামের ভিজিটিং প্রফেসর মিস মারিয়া আমপারো পোর্টা রিভাস, কোশাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।