Campus Pata 24
ঢাকাSunday , 17 March 2024
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ক্যাম্পাস
 5. খেলাধুলা
 6. চাকরির খবর
 7. জাতীয়
 8. তথ্যপ্রযুক্তি
 9. বিনোদন
 10. ভ্রমণ
 11. মতামত
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. শিক্ষা জগৎ
 15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শুনে শুনে কোরআন হিফজ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী সালমান

Link Copied!

শুনে শুনে পবিত্র কোরআন হিফজ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী এক সৌদি নাগরিক। দৃষ্টিপ্রতিবন্ধী এই হাফেজের নাম সালমান বিন সাবের বিন আল মুগলানি।  শুনে শুনে কোরআন হিফজ করতে তার পাঁচ বছর সময় লেগেছে বলে জানানো হয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে।
তিনি বাদশা সালমান বিন আবদুল আজিজ কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি সুপরিচিত ১০জন কারীর তিলাওয়াত শুনে তাদের স্বরে কোরআন তিলাওয়াত করতে পারেন।
কোরআন হিফজ করতে তার কোনো ধরণের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ৯ বছর বয়সে তিনি কোরআন শেখা শুরু করেন। তিনি বলেন, বাবা আমার সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করতেন, আমি শুনে শুনে তা মুখস্ত করার চেষ্টা করতাম। বাবার কাছে একটি আয়াত শোনার পর কয়েকবার করে পড়তাম, এভাবে ওই আয়াত আমার মুখস্ত হয়ে যেতো। এরপর বাবাকে সেই আয়াত শুনাতাম।
তিনি বলেন, এখন আমার মনে হয় আমার জীবন সহজ হয়ে গেছে। আল্লাহ তায়ালার কালাম হিফজের সঙ্গে সঙ্গে পার্থিব জীবনের পড়াশোনাও করছি। 
তিনি বলেন, স্কুল-কলেজ, ইউনির্ভাসিটির পড়াশোনাও আমার কাছে সহজ মনে হয়। এখন আমার সামনে সবকিছু দ্বার উন্মুক্ত মনে হচ্ছে।বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।