জনপ্রিয় টু হুইলার সংস্থা হোন্ডা নতুন বাইক আনলো দেশের বাজারে। হোন্ডা সাইন ১০০ বাইকটি সংস্থার কমদামি বাইকগুলোর একটি। যেখানে ভালো মাইলেজের সঙ্গে আরামদায়ক সিট থাকছে। ভারতে গত বছর মার্চে লঞ্চ হয় হোন্ডা সাইন ১০০। কমিউটার বাইকের দুনিয়ায় বেশ জনপ্রিয়তাও পেয়েছে হোন্ডার এই বাইকটি।
এতে থাকছে ৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ ৭.২৮ হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের টপ স্পিড ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রয়েছে ৪ স্পিড গিয়ার। বাইকের মাইলেজ ৬৫ কিলোমিটার প্রতি লিটার। ফুয়েল ট্যাংক ভর্তি করলে রাইডিং রেঞ্জ ৫৮৫ কিলোমিটার। ফুয়েল ক্যাপাসিটি রয়েছে ৯ লিটার।
আরও পড়ুন
এ বছর ৯ বাইক আনবে টিভিএস
এটির সামনে রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং পেছনে ডুয়াল শক অ্যাবসর্বার। দু চাকাতেই পাবেন ড্রাম ব্রেক। নেই ডিস্ক ব্রেকের অপশন। বাইকের ওজন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স (মাটি থেকে বাইকের উচ্চতা) বেশ কম। যে কারণে ভালো নিয়ন্ত্রণ করা যাবে বলে দাবি সংস্থার।
হালকা ওজনের, সহজে নিয়ন্ত্রণযোগ্য, উন্নত পারফরম্যান্স ও দুর্দান্ত মাইলেজ প্রদান করে। শাইন ১০০-তে আছে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস), যা সামনের ও পেছনের চাকায় ব্রেকিং ফোর্স প্রদান করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া এর জ্বালানি দক্ষতা রাইডের খরচ কমায়।
হোন্ডা শাইন ১০০ সিসি’ লাল, নীল এবং ধূসর ৩টি রঙে পাওয়া যাচ্ছে। ১ লাখ ৭ হাজার টাকায় দেশব্যাপী সব হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শোরুমে পাবেন বাইকটি। সঙ্গে ২ বছর অথবা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি (আগে সম্পন্ন হওয়ার ওপর নির্ভরশীল) এবং পাঁচটি ফ্রি সার্ভিস সুবিধাও পাবেন ক্রেতা।
আরও পড়ুন
নতুন বাইক আনলো হিরো
বৈদ্যুতিক বাইকে আগুন লাগলে তাৎক্ষণিক যা করবেন
কেএসকে/এএসএম