Campus Pata 24
ঢাকাSaturday , 15 June 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ট্রাংক ভেঙে নম্বরপত্র চুরি

Link Copied!

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার্থীদের নম্বরপত্র চুরির অভিযোগ পাওয়া গেছে। বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলম মঙ্গলবার (৪ জুন) রাতে নগরীর পাঁচলাইশ থানায় এ ঘটনায় সাধারণ ডায়রি করেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘চট্টগ্রাম বোর্ডে শিক্ষার্থীদের নম্বরপত্র রাখা হয়েছে এমন একটি ট্রাংক ভেঙে নম্বরপত্র চুরির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা করছি।’

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলমের অফিস কক্ষে তিনটি ট্রাংকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৩ এর শিক্ষার্থীদের লক্ষাধিক নম্বরফর্দ রক্ষিত ছিল। গত ১৯ মে সকালে তিনি দেখেন ওই তিনটি ট্রাঙ্কের মধ্যে একটি ট্রাঙ্কের তালা নেই। পরবর্তীতে ৩ জুন বিকেলে তালাবিহীন ট্রাংকটি তদন্ত কমিটির নির্দেশক্রমে শিক্ষাবোর্ডের দুজন কর্মকর্তার উপস্থিতিতে পর্যালোচনা করে দেখা যায়, ট্রাংকে শিক্ষার্থীদের দুটি নম্বরফর্দ নেই।

এএজেড/জেডএইচ/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।