চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার্থীদের নম্বরপত্র চুরির অভিযোগ পাওয়া গেছে। বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলম মঙ্গলবার (৪ জুন) রাতে নগরীর পাঁচলাইশ থানায় এ ঘটনায় সাধারণ ডায়রি করেন।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘চট্টগ্রাম বোর্ডে শিক্ষার্থীদের নম্বরপত্র রাখা হয়েছে এমন একটি ট্রাংক ভেঙে নম্বরপত্র চুরির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা করছি।’
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলমের অফিস কক্ষে তিনটি ট্রাংকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৩ এর শিক্ষার্থীদের লক্ষাধিক নম্বরফর্দ রক্ষিত ছিল। গত ১৯ মে সকালে তিনি দেখেন ওই তিনটি ট্রাঙ্কের মধ্যে একটি ট্রাঙ্কের তালা নেই। পরবর্তীতে ৩ জুন বিকেলে তালাবিহীন ট্রাংকটি তদন্ত কমিটির নির্দেশক্রমে শিক্ষাবোর্ডের দুজন কর্মকর্তার উপস্থিতিতে পর্যালোচনা করে দেখা যায়, ট্রাংকে শিক্ষার্থীদের দুটি নম্বরফর্দ নেই।
এএজেড/জেডএইচ/জিকেএস