Campus Pata 24
ঢাকাSunday , 10 November 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন

ডেস্ক রিপোর্ট
November 10, 2024 4:59 pm
Link Copied!

জিপিস্টার পার্টনারদের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ঢাকার একটি হোটেলে জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করে টেলিকম অপারেটর গ্রামীণফোন। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন সময়ে জিপিস্টার প্রোগ্রামের আওতায় থাকা পার্টনারদের অবদানের স্বীকৃতি প্রদানের পাশাপাশি এই সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় এই আয়োজনে। সেই সাথে জিপিস্টার প্রোগ্রামের মাধ্যমে গ্রামীণফোনের বিশ্বস্ত গ্রাহকদের অভিজ্ঞতা ও সেবার মান সমৃদ্ধ করতে পার্টনারদের গুরুত্বপূর্ণ অবদান উদযাপন করা হয়।
অনুষ্ঠানে তিনটি বিভাগে মোট ১৮টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করা হয়। এর মধ্যে জাতীয় পর্যায়ে ১২টি এবং ঢাকা অঞ্চলের ৬টি পার্টনার প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান জিপিস্টারকে দেশের সর্বাধিক জনপ্রিয় টেলকো লয়্যালটি প্ল্যাটফর্মে পরিণত করতে মুখ্য ভূমিকা পালন করেছে। কাস্টমার এনগেজমেন্ট, প্রোগ্রামে ইনোভেশন ও ব্র্যান্ড কোলাবরেশনে রেখেছে বিশেষ অবদান।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিবসহ গ্রামীণফোন এবং বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “অর্থপূর্ণ পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকদেরকে প্রয়োজনীয় বিষয়গুলোর সাথে সংযুক্ত করাই গ্রামীণফোনের জিপিস্টার প্রোগ্রামের লক্ষ্য। পার্টনারদের বৈচিত্র্যময় ব্যবসার মাধ্যমে আমরা এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলেছি, যা প্রচলিত টেলিকম সংযোগের গণ্ডি ছাড়িয়ে দৈনন্দিন জীবনমান উন্নত করতে কাজ করছে।”
তিনি আরও বলেন, “গ্রামীণফোনের সফলতা অর্জনে পার্টনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের নিষ্ঠা, অবদান ও উদ্ভাবনী শক্তি আমাদের গ্রাহক সেবা উন্নত করতে সহায়ক হিসেবে কাজ করছে। কৌশলগত পার্টনারশিপের মাধ্যমে গ্রামীণফোনের একটি শক্তিশালী পার্টনার ইকোসিস্টেম গড়ে তোলার প্রতিফলন এই উদ্যোগ, যা দেশের মানুষের ক্ষমতায়ন এবং জীবন সমৃদ্ধকরণে ইতিবাচক প্রভাব ফেলবে।”
অনুষ্ঠানে (জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন এইচ১- ২০২৪) অংশীদারদের উল্লেখযোগ্য অবদানকে সম্মান জানাতে পুরস্কার প্রদান করা হয়। ‘মোস্ট এনগেজড ঢাকা সার্কেল পার্টনার এইচ১ ২০২৪’ এ অসামান্য অবদানের জন্য ছয়টি অংশীদার প্রতিষ্ঠান- হিজাব বুক, হারমিজন, পিউরো পেস্ট্রি এন্ড বেকারী, কাবাবওয়ালা, লা ভিস্তা রুফটপ রেস্টুরেন্ট, এবং নেক্সজেন পেট কেয়ারকে পুরস্কার প্রদান করা হয়। ‘মোস্ট এনগেজড ন্যাশনাল পার্টনার এইচ১ ২০২৪’ পুরস্কারে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয় লোটো এন্ড লি কুপার, টেস্টি ট্রিট, রিগাল ফার্নিচার, সি পার্ল বিচ রিসোর্ট এন্ড এসপিএ লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেড, এবং ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। পাশাপাশি, ‘মোস্ট সাপোর্টিভ পার্টনার এইচ১ ২০২৪’ পুরস্কার পায় ব্র্যাক কুমন, নভোএয়ার, সনি র‍্যাংস এবং মিঠাই। সর্বশেষ, জিপিস্টার প্রোগ্রামে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মানসূচক ‘পার্টনারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এইচ১ ২০২৪’ প্রদান করা হয় ঢাকা ব্যাংক পিএলসি-কে।



মুনতাসির/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।